চট্টগ্রাম: রক্তাক্ত রাউজান।যে রাউজানে বিগত ১৫/১৬ বছরে একটাও গুলির টু শব্দ শোনা যেত না সেই রাউজান প্রতিনিয়ত গুলিবিদ্ধ হয়ে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

আজ বেলা ১২টার সময় রাউজান ঈশান ভট্টের হাঁটে সেলিম নামের এক যুবদল কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

একজন এবিএম ফজলে করিম চৌধুরী কতটা জরুরি সেটা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে রাউজানবাসী।

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর বাংলাদেশ রক্তে ভেসেছে। এবং সেই সন্ত্রাসী কর্মকাণ্ড এখনো চলছে।

সন্ত্রাসীরা গুলি করে দ্রুত পালিয়ে যায়।পরে স্থানীয়রা সেলিমকে উদ্ধার করে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সেলিম এলাকার চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত। এলাকায় নানা অপকর্মে জড়িত ছিলেন।

রবিবার বেলা ১২টার দিকে কদলপুর ইউনিয়নের ঈশান ভট্টের হাট এলাকায় এই ঘটনা ঘটে। আধিপত্যের লড়াই ছিলো, তাতেই খুন!

আধিপত্যের লড়াই শুরু হয়েছে ৫ আগস্টের পর। যারা গর্তে ছিলো তারা বেরিয়ে এসেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *