জাহাঙ্গীরনগর: আগামি ৩১ জুলাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার (৩০ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
তবে নির্দিষ্ট তারিখে ভোট হবে কি-না তা নিয়ে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের মনেও যথেষ্ট সন্দেহ রয়েছে।
কারণ সবাই ভোট চাইলেও কোনো সংগঠনই ‘শর্তহীন’ নয়।
এখনো ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যে বাহ্যিকভাবে নির্বাচন নিয়ে সেরকম উচ্ছ্বাস নেই।
জাকসু নির্বাচন করা কঠিন বলেই মনে করা হচ্ছে ।
যদিও নির্বাচন কমিশনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম মনে করেন, নির্বাচন ‘সম্ভব’।
তিনি বলেন, “নির্বাচন করার মত পরিবেশ রয়েছে। সবকিছুই আগের চেয়ে উন্নতির দিকে। সবার সহযোগিতা থাকলে নির্দিষ্ট তারিখে খুবই আনন্দমুখর পরিবেশে নির্বাচন করা সম্ভব।”