ময়মনসিংহ: বাংলাদেশ ভালো নেই। বাংলাদেশের কোনো একটা অঙ্গন ভালো নেই। ছাত্র ছাত্রীদের পড়াশোনার পরিবেশ একদম ধ্বংস করে ফেলা হয়েছে।

জঙ্গীবাদকে আশ্রয় আর প্রশ্রয় দিয়ে চলেছে ইউনূস। তিনি এসেছেন দেশকে ধ্বংস করার জন্যেই। জন্মের মতো ধ্বংস করে তারপরে বের হবেন।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে বোমা হামলার হুমকি দেয়া হয়েছে।

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ এর মাঠ নিয়ে বহিরাগতদের বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, শিক্ষকবৃন্দের হাত পা ভেঙে ঝুলিয়ে রাখার হুমকি এবং কলেজের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অধ্যক্ষ অনশনে বসেছেন।

চরম উত্তেজনা বিরাজ করছে চারদিকে। বহিরাগত ও অভ্যন্তরীণ একাধিক ষড়যন্ত্রের অভিযোগ এনে কলেজ অধ্যক্ষ আজ রবিবার (১৩ সেপ্টেম্বর) থেকে আমরণ অনশন শুরু করেছেন।

অধ্যক্ষ জানান, কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রমকে ব্যাহত করার উদ্দেশ্যে একটি চক্র দীর্ঘদিন ধরে নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। তারপর এই ধরনের ভীতিমূলক হুমকি আসছে।

কলেজ কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনো পক্ষকে আনুষ্ঠানিকভাবে দায়ী করা হয়নি।

এদিকে স্থানীয় শিক্ষক সমাজ ও সচেতন মহল অধ্যক্ষের এই অনশনকে সমর্থন জানিয়ে দ্রুত তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

অধ্যক্ষ আতাউর রহমানের সাথে রয়েছেন অন্য শিক্ষকরাও।

শিক্ষকরা জানান, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ দেশের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে একটি সুন্দর খেলার মাঠ। নিষেধ সত্ত্বেও এই মাঠে বহিরাগত ও কলেজের সাবেক শিক্ষার্থীরা জোর করে খেলতে আসেন।

এতে কলেজের স্থাপনা ও গাছপালা ভাঙচুরের ঘটনা ঘটে। এ ছাড়া কলেজের গেইট সংলগ্ন কাকলি ক্লাবে বসে বহিরাগতরা কলেজের মেয়ে শিক্ষার্থীদের উত্যক্ত করেন বলেও অভিযোগ শিক্ষকদের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *