খাগড়াছড়ি: উত্তপ্ত খাগড়াছড়ি। খাগড়াছড়িতে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সর্বস্তরের আদিবাসী সমাজ ন্যায্য বিচারের দাবিতে রাস্তায় নামে। এসময় তারা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল বের করে।
এদিকে জানা গেছে, অজ্ঞাতসারে খাগড়াছড়ি চেঙ্গি স্কয়ারে অবস্থিত জনবল বৌদ্ধ বিহারে হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীদের দাবি, ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সেটলার বাঙালিরা বিহারে হামলা চালায়।
ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্রজনতা ও স্থানীয় বৌদ্ধ ধর্মাবলম্বীরা এ হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি করেন।
এদিকে, খাগড়াছড়িতে পাহাড়ি শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ধর্ষণ আইন সংস্কার জোট।
এই জোটের অধীনে থাকা ১৭টি মানবাধিকার সংগঠন এই মর্মান্তিক ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে। এবং সাথে ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছে।
এই জোটে আইসিডিডিআরবি, আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ মহিলা পরিষদ, একশন এইড বাংলাদেশ, এসিড সারভাইভারস ফাউন্ডেশনসহ ১৭টি মানবাধিকার সংগঠন।