ঢাকা: রেল বিভাগের অবস্থা একদম ইউনূসের সরকারের মতো। যখন তখন লাইনচ্যুতি, বগি ছেড়ে ইঞ্জিন চলে যাওয়া ইত্যাদি ঘটনা ঘটছেই।
এইবার ঢাকা থেকে কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেসের পাওয়ার কারের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) ভোর পৌনে ৪টার দিকে জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনের দক্ষিণে ভদ্রকালী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
লাইনচ্যুত হওয়ার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
পরে লাইনচ্যুত বগি ও পেছনের কয়েকটি বগি ফেলে রেখে মাত্র পাঁচটি বগি নিয়ে ট্রেনটি জয়পুরহাট স্টেশনে পৌঁছায়। অবস্থা এমন চলছে বাংলাদেশে।
যাত্রীরা এই ঘটনায় প্রায় পাঁচ ঘণ্টা ভোগান্তি পোহান। অবশেষে সোমবার সকাল ৯টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায়।