নারায়ণগঞ্জ: ঘর ভাড়া নিয়ে বিএনপির অফিস করেছে। ১০ মাসের বকেয়া ভাড়া চাওয়ায় পিটিয়ে হত্যা করেছে বিএনপির সন্ত্রাসীরা।
৩০ জুলাই বুধবার সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জে মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে দোকান মালিক জাহাঙ্গীর সাহেব টাকা চাইতে গেলে তোতা মিয়া ও তার গুন্ডারা তাকে বিএনপি অফিসের ভেতরেই পিটিয়ে হত্যা করে।
প্রশ্ন, টাকা কেন চাইবে? বিএনপি ক্ষমতায় এখনো আসেনি। এর আগেই তারা মানুষের দোকান দখল করে অফিস বানায়, ভাড়া চাইতে গেলে পিটিয়ে হত্যা করে।
নির্বাচন নির্বাচন করে চেঁচামেচি করছে, আবার নিজেরাই নির্বাচনের পথ বন্ধ করছে! মব, খুনে কেউ কারো থেকে পিছিয়ে নেই।
টাকা চাওয়ায় জাহাঙ্গীর হোসেন (৫৭) নামের এক দোকান মালিককে পিটিয়ে হত্যার ঘটনায় দলটির পাঁচ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার অন্তর্গত মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, ওয়ার্ড বিএনপির সাবেক সদস্য রাসেল প্রধান, ওয়ার্ড বিএনপি নেতা আলম মিয়া ও সাদ্দাম হোসেনকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।