রাঙামাটি: পাহাড় ধসে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, আটকা পড়েছেন প্রায় চার শতাধিক পর্যটক!
সাজেক-বাঘাইহাট সড়কে ভয়াবহ পাহাড় ধসের কারণে বন্ধ হয়ে গেছে সব ধরনের যান চলাচল। রাস্তায় আটকা পড়ে গেছেন শতাধিক পর্যটক।
ফায়ার সার্ভিস উদ্ধারকাজে নেমেছে। যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারে কাজ চলছে, তবে পাহাড়ি ঢলের কারণে ঝুঁকি রয়ে গেছে।
এই দুর্ঘটনার ফলে পুরো এলাকার পর্যটন ব্যবস্থাও থমকে গেছে। দ্রুত সমাধান না হলে আরও পর্যটক বিপাকে পড়বেন।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পক নগর এলাকায় পাহাড়ের মাটি ধসে পরে খাগড়াছড়ির সঙ্গে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
প্রায় ৪২৫ জন পর্যটক মুশকিলে পড়ে গিয়েছেন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতভর ভারি বৃষ্টির কারণে বাঘাইহাট সাজেক সড়কের তিনটি স্থানে পাহাড়ের মাটি ধসে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
