ঢাকা: ভাষা সংগ্রামী ও বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিক মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছেন বাংলাদেশপ্রেমীরা।

বৃহস্পতিবার রাত ১০টা ১২ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। গত ১১ সেপ্টেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।

বয়স হয়েছিলো, শরীরে বেশ কিছু রোগ বাসা বেঁধেছিলো তাঁর।

চিকিৎসকদের মতে, তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দীর্ঘমেয়াদি কিডনি জটিলতা, আলঝেইমার ও পারকিনসন রোগসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

আহমদ রফিক ১৯৫২ সালের ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন।

১৯৫৮ সালে তাঁর প্রথম গ্রন্থ ‘শিল্প সংস্কৃতি জীবন’ প্রকাশিত হয়। পরবর্তীতে সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার ও রবীন্দ্র সাহিত্য পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেন।

তাঁর মৃত্যুর মধ্য দিয়ে বিশাল ক্ষতি হলো। তাঁর লেখালেখির মাধ্যমে রাষ্ট্রভাষা আন্দোলনের ইতিহাস এদেশের মানুষের কাছে সত্যনিষ্ঠভাবে এসেছে।

রাষ্ট্রভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ জীবনভর এদেশের মানুষের মুক্তিসংগ্রামের লড়াইয়ে থেকেছেন আহমদ রফিক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *