ঢাকা: আসিফ নজরুল আহত ভিপি নূরকে দেখতে হাসপাতালে গেলে নূরের বিক্ষুব্ধ কর্মীরা ধাওয়া দিলে স্যার হাসপাতালের পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছেন বলে জানা যায়।
ভিপি নুরকে দেখতে এসে ভুয়া ভুয়া স্লোগানে ঢাকা মেডিকেলে অবরুদ্ধ হয়ে পড়েন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
এরপর পালালেন মেডিকেলের পেছনের গেইট দিয়ে।
এই মিথ্যাবাদী উপদেষ্টা নামক অপদেষ্টা দেশের আইন হাতের মুঠোয় নিয়ে নিজের খেয়ালখুশিমতো ব্যবহার করছেন। না আছে ইধার, না আছে উধার।
জাতীয় পার্টির অফিসের সামনে ভিপি নূর এবং তাঁর গণ অধিকার পরিষদের লোকজন কী কাজে গিয়েছিলো? ভাঙচুর করে, মাইর দিয়ে জাতীয় পার্টির শ্যাটা ভেঙে দিতে নিশ্চয়ই?এক কথায় তারা মব করতে গেছিলো, নাকি এটা নয়?
মূল কথা হচ্ছে, সেনাবাহিনী ভিপি নূর চেনে না, জাতীয় পার্টিও চেনে না। সেনাবাহিনী চাইলেই একটা পক্ষ নিয়ে আরেক পক্ষকে মাইর দিতে পারে না। সেনাবাহিনী মাইর দেয় বিশৃঙ্খলাকারীদের, মব সৃষ্টিকারীদের।
রাজনৈতিক দলের রাজনৈতিক দাবি থাকতে পারে, কিন্তু সেইটা মব সন্ত্রাস সৃষ্টি করে সমাধান করার এখতিয়ার কারো নাই। ভিপি নূর এই কাজ করতে গেল কোন অধিকারে?
আসিফ নজরুল এই মারের নিন্দা জানিয়েছেন।
অনেকে তো এখন বলছেন, মবকে কেন মারা হলো উনি এই দুঃখে স্ট্যাটাস দিয়েছেন। উনি মবের পক্ষে ছিলেন, এখনো মবের পক্ষেই আছেন।
এখন হাসপাতালে ভর্তি গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তাকে দেখতে এসে প্রায় এক ঘণ্টা অবরুদ্ধ হয়ে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আইন অনুষদের শিক্ষক ও আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা হাসপাতালে উপদেষ্টাকে লক্ষ্য করে প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।