চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মারা গিয়েছেন তিনজন। এবং তিনটি গরুও মারা গিয়েছে। মঙ্গলবার, ২০ মে বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় পৃথক এই দুর্ঘটনাটি ঘটে।

বজ্রপাতে যারা মারা গিয়েছেন তাঁরা হলেন, শিবগঞ্জের নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের মৃত বিসারত হাজীর ছেলে তাজবুল ইসলাম (৪৭), ছত্রাজিতপুর ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডের মৃত বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন (৭০) এবং চাঁপাইনবাববগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের চরমোহনপুরের মেঘু মন্ডলের ছেলে খাইরুল ইসলাম (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে ঘটনা সম্পর্কে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বৃষ্টির সময় মাঠ থেকে গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রপাতে তিনটি গরুসহ তাজবুলের মৃত্যু হয়। একই সময়ে মাঠে ধান কাটার সময় বজ্রপাতে জালাল উদ্দিন মারা যান। এদিকে, চাঁপাইনবাববগঞ্জ পৌর সভার ১২ নম্বর ওয়ার্ডে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে আহত হন খাইরুল ইসলাম। পরে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, প্রতিবছর বাংলাদেশে বজ্রপাতে বহু মানুষের মৃত্যু হয়। মার্চ থেকে আগস্ট পর্যন্ত প্রায় প্রতিদিন বজ্রপাতে মৃত্যু হয়।

বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ুর পরিবর্তন, বজ্রপাতের পরিমাণ বেড়ে যাওয়া, বড় বড় গাছগুলো কেটে ফেলার কারণে বজ্রপাতে মৃত্যুর হার বেড়েছে। তাদের মতে, সচেতনতা সৃষ্টি ও পর্যাপ্ত উদ্যোগ নিলে এমন মৃত্যু প্রতিরোধ করা সম্ভব। বড় গাছগুলো এইসব দুর্ঘটনা ঠেকাতো আগে, কিন্তু এখন সব জায়গা ফাঁকা। ফলে মানুষের উপর দিয়েই যায় সব বিপদ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *