ঢাকা: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ট্র্যাজেডিতে নিহতের প্রকৃত সংখ্যা লুকানো হয়েছে এবং লাশ গুম করা হয়েছে।

এর বিরুদ্ধে শিক্ষার্থীরা তীব্র প্রতিবাদে সামিল হয়। কিন্তু ফ্যাসিস্টদের মুখে মুচকি হাসি। লাশের পরোয়া তাদের নেই।

লাশের সংখ্যা জানতে চাওয়ায় এবং ন্যায়সঙ্গত দাবিতে রাস্তায় নেমে প্রতিবাদ করায় ছাত্রদের ওপর নেমে এলো মামলা ও দমনপীড়ন।

সচিবালয়ে ভাঙচুরের অভিযোগে একসাথে ১ হাজার ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এবং মাইলস্টোনের জন্য অনলাইনে চাঁদা পর্যন্ত চেয়েছেন ইউনূস। যদিও তোপের মুখে সেই পোস্টটি ডিলিট করে দেয়া হয়েছে।

দেখুন ইউনুসের একের পর এক রূপ —
লাশ লুকায়,
অনলাইনে টাকা চায়,
ছাত্রদের উপর পুলিশ ও আর্মি লেলিয়ে দেয়,
আর এখন দিয়েছে হাজারো ছাত্রের নামে মামলা!

উত্তরায় বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্ত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে পাঠদান বন্ধ ছিল।

আগামী রবিবার (২৭ জুলাই) থেকে সীমিত পরিসরে ক্লাস শুরু হবে।

অভিভাবকরা সাহস করতে পারছেন না কীভাবে ছেলে মেয়েদের পাঠাবেন! আজকাল ইউনূসের জমানায় নিজের ঘরেই কেউ নিরাপদ না, স্কুল , কলেজ, হাসপাতালে কোথাও কেউ নিরাপদ নয়।

বড় বিপদ, আশঙ্কা নিয়ে মানুষ চলেছে জীবনে।

জানা গেছে প্রাথমিকভাবে নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস চালু করা হবে। এরপর ধাপে ধাপে অন্যান্য শ্রেণির পাঠদান কার্যক্রম শুরু করা হবে।

বুধবার (২৩ জুলাই) রাতে এই তথ্য নিশ্চিত করেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *