দিনাজপুর: শীত পড়তে আরম্ভ করেছে। শীতে কাঁপছে উত্তরের জেলা দিনাজপুর। দেখা যাচ্ছে, কয়েকদিন ধরেই কমছে তাপমাত্রা।
আজ, বুধবার (৩ ডিসেম্বর) দিনাজপুরে সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলছেন, এই মাসে জেলার ওপর দিয়ে বয়ে যাবে শৈত্যপ্রবাহ।
দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, বুধবার এই জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫ কিলোমিটার এবং গড় আর্দ্রতা ৮১ শতাংশ।
শীতে খেটে খাওয়া মানুষের সবচেয়ে বেশি কষ্ট হয়ে যায়। সবজি খেতে এখন কাজ থাকে, তবে যাওয়াই মুশকিল এই শীতে।
