লক্ষ্মীপুর: মাদ্রাসায় ছোট ছোট কোমলমতি শিশুরা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছে। হুজুরদের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হতে বাধ্য করা হচ্ছে। তা নাহলে মারধর করে শায়েস্তা করা হয় বহু মাদ্রাসায়।
এবার আরেক কোমলমতি শিশু নির্যাতনের শিকার হলো। লক্ষ্মীপুরে পড়ালেখায় অমনোযোগী এই অভিযোগে ৮ বছর বয়সী মাদরাসা ছাত্রকে শিক্ষক বেত্রাঘাত করলেন। যেই সেই আঘাত না, প্রচণ্ড আঘাত করা হয়েছে বাচ্চাটিকে।
সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের আলীপুর নূরানি হাফেজিয়া মাদরাসায় এই বেত্রাঘাতের ঘটনা ঘটে।বৃহস্পতিবার (১৫ মে) এর ভিডিওটি ছড়িয়ে পড়লেও দুয়েকদিন ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শিশুটিকে ২৩ সেকেণ্ডে ২১ বার বেত মেরেছেন ঐ নিষ্ঠুর শিক্ষক। ৩৫ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যায় ২৩ সেকেন্ডে ওই ছাত্রকে ২১ বার বেত দিয়ে আঘাত করেন তিনি। ভিডিও ছড়িয়ে পড়ার পর ওই শিক্ষক সম্ভবত পলাতক রয়েছেন।বেত্রাঘাত করা মাদ্রাসার শিক্ষক মো. মাসুম সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের কালভার্ট এলাকার বাসিন্দা।
অমানবিক ঘটনা ঘটানোর কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা পুলিশকে অভিযোগ করা হয়েছে। তবে তাঁকে খুঁজে পাওয়া যায়নি। তিনি পলাতক।ওসি আবদুল মোন্নাফ বলেন, ঘটনাটি খুবই অমানবিক। মাদ্রাসা কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ওই শিক্ষককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।