নোয়াখালী: দেশের মানুষ, শিশু থেকে বৃদ্ধ কেমন অস্থির হয়ে উঠেছে। কারো সহনশীলতা, মানবতা নেই।
এবার মাদ্রাসা ছাত্রকে গলা কেটে হত্যা করা হয়েছে।
নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি মাদ্রাসার আবাসিক ছাত্রকে ঘুমের মধ্যে গলাকেটে হত্যা করা হয়েছে। এই ঘটনায় একই মাদ্রাসার অপর এক ছাত্রকে আটক করা হয়েছে।
সোনাইমুড়ী থানার ওসি মোহাম্মদ খোরশেদ আলম সোমবার (২৭ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানিয়েছেন, রবিবার দিবাগত রাতে উপজেলার সোনাইমুড়ী পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের বাটরা আল মাদরাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক কক্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
যে ছাত্রটি মারা গেছে তার বয়স ১৩। হত্যার শিকার মাদ্রাসা ছাত্র নাজিম উদ্দিন (১৩) উপজেলার চাষীরহাট ইউনিয়নের জাহানাবাদ গ্রামের ওবায়েদ উল্ল্যার ছেলে।
এদিকে, হত্যাকারীর বয়স ১৬। অভিযুক্ত আবু ছায়েদ (১৬) ময়মনসিংহ জেলার টেঙ্গাপাড়া উপজেলার রুস্তম আলীর ছেলে।
খুব সামান্য ঘটনা এতবড় আকার নিলো।
জানা গিয়েছে, ১০-১৫ দিন আগে দুই ছাত্রের মধ্যে টুপি পরাকে কেন্দ্র করে বিরোধ হয়। মাদ্রাসার শিক্ষক বিষয়টি মিটমাট করে দেন। কিন্তু ক্ষোভ কমেনি।
তবে পরে ছায়েদ ক্ষিপ্ত হয়ে সোনাইমুড়ী বাজার থেকে একটি ধারালো ছুরি কিনে নাজিমকে হত্যা করে।
অভিযুক্ত ছাত্রকে হেফাজতে নেওয়া হয়েছে, খুনে ব্যবহৃত ছুরিটি জব্দ করা হয়েছে।
