ঢাকা : ছাত্রদের কোটা আন্দোলন কীভাবে শেখ হাসিনাকে গদি ছাড়ানোর আন্দোলনে পর্যবসিত হলো?

মাননীয় প্রধানমন্ত্রী এমন কোনো উস্কানিমূলক কথা বলেননি, যেটায় সারাদেশজুড়ে আগুন লাগিয়ে দেয়া হলো। এবং তড়িঘড়ি তাঁকে দেশ ছাড়তে বাধ্য করা‌ হলো।

সব হয়েছে মেটিকুলাস ডিজাইনে। সব কিছু আগে থেকে নির্ধারিত ছিলো। ছাত্রদের প্রথমে উস্কানি দিয়ে মাঠে নামানো হয়। দেখানো হয় ছাত্র আন্দোলন। তারপর আসল কাজ!

মাদ্রাসা ছাত্রদের উস্কানি দিয়ে নিয়ে আসা হয়। আর মাদ্রাসা ছাত্রদের বরাবর মগজ ধোলাই করা হয় শিক্ষার নামে। জঙ্গী আন্দোলনে তাদের অন্তর্ভুক্ত করা হয় ইচ্ছাকৃতভাবে।

প্রতারণার জুলাই।ষড়যন্ত্রের জুলাই।ধ্বংসের জুলাই।হত্যার নীলনকশা বাস্তবায়নের জুলাই।মৌলবাদের উত্থানের জুলাই।একাত্তরের পরাজয়ের প্রতিশোধ চেষ্টার জুলাই।

জঙ্গীরা বলে দেশ স্বাধীন করেছে। এই দেশ স্বাধীনের নমুনা?

জুলাই হত্যাকাণ্ড,ক্ষমতা দখলের রক্তাক্ত নীলনকশা ফাঁস হওয়া শুরু হয়েছে

বাংলাদেশের ইতিহাসে জুলাই মাস এক বিভীষিকাময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। আন্দোলনের নামে রক্তগঙ্গা বইয়ে দেওয়া, রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দেওয়ার গভীর ষড়যন্ত্র, এবং গণতন্ত্রকে হত্যা করার পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা—সবকিছু মিলিয়ে এটি ছিল এক ভয়ংকর রাজনৈতিক ও বৈদেশিক ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ।

পুলিশের গুলিতে মারা গেছে মাত্র ৭ জন। কিন্তু আন্দোলনকে চাঙ্গা করতে এবং আন্তর্জাতিক সহানুভূতি অর্জনের জন্য বাকি ২১৩ জনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। উদ্দেশ্য ছিল—রাজনৈতিক অস্থিরতা তৈরি করে শেখ হাসিনার সরকারকে পতন ঘটানো।

সারাদেশজুড়ে পরিকল্পিত আগুন সন্ত্রাস ও থানালুট হয়। উত্তরা, যাত্রাবাড়ীসহ রাজধানীর বেশকিছু থানা এবং চট্টগ্রামের দুটি গুরুত্বপূর্ণ থানা চিহ্নিত বৈষম্যবিরোধীদের নিয়ন্ত্রণে নেয়া হয়েছিল। সেদিন সারাদেশের শতাধিক থানায় হামলা হয়।

অস্ত্র ছিনতাই থেকে শুরু করে ফাইলপত্র ধ্বংস এবং পুলিশের উপর বর্বর হামলার নেতৃত্ব দেয় বিএনপি, জামাত, শিবির, এবং তাদের অঙ্গ সংগঠনের প্রশিক্ষিত স্কোয়াড। সবকিছুর পেছনে বসে দেখছিলেন ইউনূস।

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঠে নামানো হয় ধর্মীয় মোড়কে। তাদের অস্ত্র শিক্ষা দেয়া হয়েছে। এবং প্রতিহিংসার আগুন‌জ্বালানো হয়েছে বুকে। অথচ তাদের কিছুই বোঝার কথা না।

একটি ষড়যন্ত্রমূলক সরকার কায়েমের জন্য এই হত্যাকাণ্ড হয়েছে। বহু ছাত্র না বুঝেই অংশ নিয়েছেন এবং এখন পস্তাচ্ছেন। এখন সবকিছু পরিষ্কার সবার সামনে।

গুজব, বিভ্রান্তি ছড়িয়ে জনমনে ভয়, উসকানি এবং সরকারবিরোধী আবেগ জাগ্রত করে ছাত্র, জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *