চট্টগ্রাম: বাংলাদেশে মাদ্রাসা শিক্ষকরা ধর্ষণের দায়ে অহরহ ধরা পড়ছে। কিন্তু ধর্ষণ থেমে নেই। ধর্মের জায়গাতেও বাচ্চারা মুক্ত নয়!

মাদ্রাসায় পড়ুয়ারা প্রতিনিয়তই ধর্ষণের শিকার হয়, তাও আবার হুজুরদের কাছে।

এবার ছয় শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রামের এক মাদ্রাসা শিক্ষককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরা এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত আসামির বয়স ৪১ বছর, নাজিম উদ্দিনের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির পূর্ব ধুরং বাবুগঞ্জে, তার বাবার নাম গোলামুর রহমান। তাকে আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(১) ধারায় ছয় শিশুকে ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় আসামি নাজিম উদ্দিনকে আমৃত্যু কারাদণ্ড এবং ৫ লক্ষ টাকা অর্থদণ্ড করেছেন আদালত।

ধর্ষণ মামলার এজাহারে বলা হয়েছে, নাজিম উদ্দিন রহমানিয়া তাহফিজুল কোরআন একাডেমি মাদ্রাসার দায়িত্ব পালনের সময় ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে বিভিন্ন সময় মাদ্রাসার মোট ছয়জন শিক্ষার্থীকে ধর্ষণ করেছন।

রেহাই পায়নি ঐ ছয় পড়ুয়া। মধ্যবয়সী হুজুরের লালসার

তদন্তে শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার কয়েকজন শিশুকে ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া যায়।

শিক্ষার্থীরা যেন মুখ না খোলে নির্যাতনের বিষয়ে, তারজন্য মারধর করতো, ভয় দেখাতো ঐ শিক্ষক।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *