ঢাকা: উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ- অভিশপ্ত একটি দিন। দেয়ালের ভেতরে ছিল শিশুদের নিরাপত্তা, খেলাধুলা আর স্বপ্নের পাঠশালা।
মায়েরা অপেক্ষা করে ছিলো, কিন্তু ফেরা হলো না। আকাশ থেকে ভেঙে পড়ল একটি বিমান, থেমে গেল নিষ্পাপ কিছু প্রাণ।
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধদের মধ্যে আরেক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মাহিয়া নামের ১৫ বছর বয়সী কিশোরীটি মারা যায়।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, “মাহিয়ার শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় সে মারা গেছে।”
এর আগে দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ৮৫ শতাংশ পোড়া ক্ষত নিয়ে চিকিৎসাধীন ১৫ বছর বয়সী মাহতাব রহমান মারা যায়। তারপর মাহিয়ার মৃত্যুর খবর আসে।