ঢাকা: মালয়েশিয়া থেকে কি সওদা করতে গেলেন মহাজন ডঃ ইউনূস?

গ্রামীণ ব্যাংকের কিস্তিওয়ালা,প্রধান উপদেষ্টা ডঃ ইউনুস মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের বৈধতা নিয়ে কোন আলোচনা করলেন না।

যারা এতো দিন আশা নিয়ে বসেছিলেন, তার কোন কিছু আলোচনা করা হলো না। আশায় বাঁচে চাষা! এমন অবস্থা হয়েছে।

মালয়েশিয়া অবৈধ প্রবাসীদের জন্য এটা এখন হতাশা জনক। মালয়েশিয়া অবৈধ প্রবাসীদেরকে নিয়ে কোন চিন্তা পর্যন্ত করলো না, পাসপোর্ট হয়রানি থেকে সব কিছু।

অথচ সেই মালয়েশিয়া নাকি রোহিঙ্গা নিয়ে বিরাট চিন্তিত।

বিপুলসংখ্যক রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ওপর যে চাপ তৈরি হয়েছে তা নিয়ে মালয়েশিয়া উদ্বিগ্ন বলে জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে মঙ্গলবার (১২ আগস্ট) পুত্রাজায়ায় এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন।

আনোয়ার ইব্রাহিম বলেন, ‘আঞ্চলিক বিষয়গুলোর পাশাপাশি বিপুলসংখ্যক রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, আমরা অবশ্যই তাতে উদ্বিগ্ন।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *