ঢাকা: এটা আন্দোলন নয়। একটি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে একটি ষড়যন্ত্রমূলক সরকার কায়েমের জন্য জুলাই হত্যাকাণ্ডকে ব্যবহার করা হয়েছে।

গুজব, বিভ্রান্তি ছড়িয়ে জনমনে ভয়, উসকানি এবং সরকারবিরোধী আবেগ জাগ্রত করার মাধ্যমে জনগণকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে।

জুলাইয়ের হত্যাকাণ্ড এখন আর রহস্য নয়, বরং ধীরে ধীরে সত্য উন্মোচিত হচ্ছে।

এই ঘটনায় জড়িত প্রতিটি ব্যক্তি ও সংস্থাকে চিহ্নিত করে বিচারের আওতায় আনা জাতীয় নিরাপত্তার প্রশ্ন।

এই ষড়যন্ত্রকে পুঁজি করে পেটমোটা হয়েছে নেতাদের। অনেকে তো দেখা যাচ্ছে দুই থানায় দুই মামলা। অথচ ব্যক্তি একজন। ষড়যন্ত্রমূলক সব কর্মকাণ্ড।

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে হতাহতের ঘটনায় দায়েরকৃত মামলা নিয়ে বিতর্ক চলছে।

বিতর্ক চলবেই, কারণ মামলাগুলো ভুয়া।

দেখা‌ যাচ্ছে, মামলাগুলির এজাহারে থাকা আসামীদের বাদী চিনেন না, মামলার উল্লেখিত বিবরণ সম্পর্কেও কিছু জানেন না বাদী, এমনকি এজাহারে বাদী হিসেবে কিভাবে নিজের নাম অন্তর্ভুক্ত হয়েছে তাও জানেন না অনেকে।

এই মামলাগুলো করলো কে? বের করুক ইউনূস সরকার!

এবার তো খোদ সরকারের গেজেটভুক্ত অতি গুরুতর আহত জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃত সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ সরকারের দায়েরকৃত পৃথক দুটি মামলা ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল।

একই সময়ে ভিন্ন শহরে গুলিবিদ্ধ কীভাবে হলেন বাদী? ষড়যন্ত্র কী এখনো পরিষ্কার নয়?

বিবরণে দেখা যাচ্ছে, একই সময়ে আলাদা দুই শহরে গুলিবিদ্ধ হয়েছেন বাদী।

অনুসন্ধানে জানা গেছে, সাইফুদ্দীন মুহাম্মদ এমদাদ সরকার গত ১৭ জুন নিজে বাদী হয়ে নগরের খুলশী থানায় হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেছেন।

এতে উল্লেখ করা হয়-৪ আগস্ট সকাল ১১টার দিকে তিনি চট্টগ্রামের নিউ মার্কেট এলাকায় আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন।

আবার অন্যদিকে, ইতিপূর্বে একই ঘটনায় ঢাকার আদালতে গত ২০ মার্চ একটি মামলা করা হয়, যেখানে উল্লেখ করা হয় ৪ আগস্ট সকাল ১১টায় তিনি ঢাকার পরীবাগে আন্দোলনে অংশ নিতে গিয়ে গুলিবিদ্ধ হন।

৪ আগস্টে এরকম অনেক ভুয়া কাণ্ড ঘটেছে।

মৃত সাজিয়ে নাম উঠানো ব্যক্তিরা এখন জানছেন যে তারা মৃত!

আসলে তথাকথিত জুলাই আন্দোলন– ইতিহাস বিকৃতির নতুন ষড়যন্ত্র ছিলো।

হাজার হাজার পুলিশ হত্যা করে, রাষ্ট্রীয় সম্পদে আগুন দিয়ে দেশকে অস্থিতিশীল করে দেশের মানুষ কে হুমকির মুখে ফেলে দেয়।

আমরা এটিকে রাষ্ট্র ও সংবিধানের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *