ঢাকা: নতুন বাংলাদেশ নয়, ৩ আগস্ট নতুন পাকিস্তানের ইশতেহার ঘোষণা করা হবে।

এনসিপি জঙ্গীর দল গোটা দেশটাকে লুটেপুটে মাটিতে মিশিয়ে দিয়েছে।

ইউনুস বিএনপি জামাত জঙ্গী হেফাজত এনসিপি আলাদা কোন সত্ত্বা নয়, এরা সবাই এক এবং এখন দেশের শাসন ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে এরা সকলেই।

এরা সকলে সকলের পরিপূরক, এন্টি আওয়ামীলীগ বলতে যা বুঝায় সেটাই। এদের গড ফাদার ইউনুস প্রশাসন, মিড লেবেলে সেকেন্ড ইন কমান্ড জামাত।

নতুন বাংলাদেশ কী? এটা খায় নাকি মাথায় দেয়? বাংলাদেশ একটাই, একাত্তরের বাংলাদেশ।

নব্য রাজাকার, লালবদররা উচ্চারণ করে নতুন বাংলাদেশ।

গত ১১ মাস ধরে সারাদেশে আওয়ামীলীগ, আওয়ামীলীগ সমর্থক নেতা কর্মীদের মৃত্যু এমন নির্মম ছিলো, এখনো বিনা দোষে গ্রেপ্তারি চলছে। লাশের উপর নৃত্য চলছে!

এই লণ্ডভণ্ড বাংলাদেশ নতুন বাংলাদেশ? টোকাই এনসিপি র কাছে জঙ্গী রাজাকারের বাংলাদেশ হচ্ছে নতুন বাংলাদেশ।

এই নতুন বাংলাদেশে কারো বিচার হয় না। সন্ত্রাসী জঙ্গী যখন রাষ্টের ক্ষমতায় থাকে তখন সন্ত্রাসীর বিচার হয় না।

এনসিপি জুলাই ছাত্রদের মাথা বেচে প্রতিহিংসার রাজনীতি চালাচ্ছে। দেশে এখনো বিপর্যয় লেগে আছে এবং ভবিষ্যতে কোন বড় বিপর্যয় নেমে আসলে সেটার জন্য একমাত্র দায়ী থাকবে এই এনসিপি।

কারণ এটা এদের রাজনৈতিক দলের প্রচারণার জন্য জুলাই এবং সাধারণ ছাত্রদের মাথার উপর দিয়ে অন্য যে কোন দলকে ট্যাগ দিয়ে হিংসাত্মক রাজনীতি চালাচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রবিবার (৩ আগস্ট) ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করার কথা জানিয়েছে।

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

শহীদ মিনার কলঙ্কিত করবে এই কিংস পার্টি।

আজ শনিবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। এনসিপি সবাইকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ইতিহাসের এ সন্ধিক্ষণে’ সকলের উপস্থিতি কামনা করা হচ্ছে।

আগে গত বুধবার নরসিংদীতে এক পথসভায় এনসিপির আহ্বায়ক জঙ্গী নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।

তিনি সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *