ঢাকা: দেশের বিভিন্ন জেলায় প্রতিদিন বাড়ছে সহিংসতা। মব সহিংসতা, রাজনৈতিক হামলায় প্রতিদিন রক্ত ঝরছে। এসব ঘটনায় জনমনে চরম আতঙ্ক বিরাজ করছে।
দেশে উদ্বেগজনকভাবে গণপিটুনিতে হত্যার সংখ্যা বেড়েই চলেছে। আগস্ট মাসে অন্তত ৩৮টি গণপিটুনির ঘটনা সংঘটিত হয়েছে । জুলাই মাসে এর সংখ্যা ছিল ৫১।
গণপিটুনিতে আগস্টে ২৩ জন নিহত ও ৪৩ জন গুরুতর আহত হয়েছেন। জুলাই মাসে এমন ঘটনায় নিহত হয়েছিলেন ১৬ জন।
মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) আগস্ট মাসের মানবাধিকার প্রতিবেদনে দেশের এই চিত্র উঠে এসেছে।
তবে সংখ্যাটা আরো বেশি হবে। কারণ প্রতিদিন দেশে কোথাও না কোথাও মব হচ্ছে, এবং লোকজন মারা যাচ্ছেন।
এমএসএফ প্রতি মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি তুলে ধরে।
এমএসএফের নির্বাহী পরিচালক সাইদুর রহমান সাফ সংবাদমাধ্যমকে বলেন, আগস্ট মাসে গণপিটুনির যত ঘটনা তুলে ধরা হয়েছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি ঘটনা ঘটেছে। এখন ভয়ে কেউ মুখও খুলতে চান না। আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এভাবে গণপিটুনির সংখ্যা বেড়ে যাওয়া তার একটি প্রমাণ।
সাংবাদিক নির্যাতন দেশে এখনো চলছে। কিসের রাষ্ট্র চালাচ্ছেন ইউনূস?
আগস্ট মাসে দেশের বিভিন্ন জেলায় পেশাগত দায়িত্ব পালনের সময় ৩৩টি ঘটনায় ৯৬ সাংবাদিক নানাভাবে হামলা, আইনি হয়রানি, হুমকি, হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন।
এমএসএফের সাইদুর রহমান বলেন, সাংবাদিকদের ওপর নিপীড়ণের কোনো ঘটনার প্রতিকার হয় না। প্রতিকার করারও কেউ নেই। গণমাধ্যমকর্মীরা পুলিশের কাছে যেতে পারেন না।
একইসাথে চলছে নারী ও শিশুর প্রতি সহিংসতা।
এমএসএফের তথ্য অনুযায়ী, আগস্ট মাসে ৩৪৯টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা সংঘটিত হয়েছে।
এই মাসে ধর্ষণের ঘটনা ৪৭টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৯টি, ধর্ষণ ও হত্যা ৪টি। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ৯ জন প্রতিবন্ধী কিশোরী ও নারী।