ঢাকা: কর্মকর্তাদের ওপর ইউনূসের ক্ষোভ! প্রতিহিংসায় সব বরখাস্ত, বদলি চলছে! দেশের উপর কী প্রভাব পড়ছে তার কোনো হদিশ নেই এই অবৈধ সরকারের।
জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) চলছেই বাধ্যতামূলক অবসর, বরখাস্ত, বদলি ও তদন্ত-আতঙ্ক।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান—ব্যক্তিগত অভিমান কিংবা গোষ্ঠীগত সুবিধা আদায়ের হাতিয়ার নয়। অথচ এই সরকার যা দেখাচ্ছে তা কী প্রমাণ করে?
আন্দোলনে অংশগ্রহণকারী অনেক কর্মকর্তা-কর্মচারী নিজেদের ফেসবুক পেজ নিষ্ক্রিয় করে ফেলেছেন। অন্যান্য সামাজিক মাধ্যম থেকেও নিজেদের গুটিয়ে নিয়েছেন।
চলছে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত ও বদলি।
এবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ৪১ অতিরিক্ত কর কমিশনার ও ১৩১ জন সহকারী কর কমিশনারসহ ১৭৪ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
১৮ ও ১৯ আগস্ট ইস্যু করা পৃথক আদেশে একসাথে তাঁদের দেশের বিভিন্ন দপ্তরে বদলি করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) পৃথক দুই আদেশে ৪১ জন অতিরিক্ত কর কমিশনার ও ১ জন দ্বিতীয় সচিবকে বদলি করা হয়।
সোমবার (১৮ আগষ্ট) পৃথক আদেশে ১৩১ জন সহকারী কর কমিশনার ও একজন সদস্যকে বদলি করা হয়েছে।