নরসিংদী: নরসিংদীর সদর উপজেলার পাঁচদোনা এলাকায় এক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।
পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় আগুন লাগে।এতে সাতজন শ্রমিক দগ্ধ হন। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
আহতদের স্থানীয়রা উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষ করে গুরুতর দগ্ধ তিনজনকে ঢাকা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
দুর্ঘটনাটি ঘটে রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে।
যারা দগ্ধ হয়েছেন সেই শ্রমিকদের মধ্যে রয়েছেন- সদর উপজেলার দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)।
জানা গিয়েছে, কারখানাটি অবৈধভাবে চালিয়ে আসা হচ্ছিলো।
পাঁচদোনা এলাকায় বহুদিন ধরেই একটি চীনা প্রতিষ্ঠান অবৈধভাবে সিসা উৎপাদনের কারখানা চালিয়ে আসছিল।
সেখানে কোনোরকম নিরাপত্তা ব্যবস্থা ছিলো না। শ্রমিকরা এইভাবেই কাজ করতেন। তবে প্রশাসন কী করছিলো এটিই প্রশ্ন।
