ঢাকা: ভালো থাকুক বাংলাদেশ। কারাগারে অন‍্যায়ভাবে জেল খেটেও ব্যারিস্টার সুমন দেশের, দশের, মানুষের কথা ভাবেন।

“মানবতার ফেরিওয়ালা” নামে যিনি পরিচিত। মানুষের পাশে দাঁড়ানো, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া, আর দেশকে ভালোবাসাই ছিল তাঁর জীবনদর্শন। অথচ আজ তাঁকে ষড়যন্ত্র করে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।

একজন সৎ ও নির্ভীক মানুষকে কারাগারে আটকে রাখা মানে মানবতাকেই শিকলবন্দি করা।

দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশে বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কারাগার থেকে নতুন মামলায় গ্রেফতার দেখানোর জন্য আদালতে হাজির করা হলে এই মন্তব্য করেন তিনি। এসময় দেখা যায়, বার বার একই কথা বলতে থাকেন সুমন।

জুলাই আন্দোলনকেন্দ্রিক যাত্রাবাড়ী থানার মো. রিয়াজ হত্যার মামলায় তাঁকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান।

যাত্রাবাড়ি, জুলাই আন্দোলন তো আছেই ভুয়া মামলা দেখানোর জন্যে।

গ্রেফতার দেখানো অপর আসামিরা হলেন, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, আব্দুর রাজ্জাক এবং যাত্রাবাড়ী-৫ আসনের সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু।

এই ষড়যন্ত্র করছে ইউনূস ব্রিগেডরা মিলে।

শুনানি শেষে সকাল সোয়া ১০ টার দিকে আদালতে থেকে আসামিদের কঠোর নিরাপত্তা মধ্যে দিয়ে হাজতখানায় নেওয়া হয়।

এ সময় ব্যারিস্টার সুমন বলেন, ‘দেশের যে পরিস্থিতি, ভালো থাকুক বাংলাদেশে। ভালো থাকুক বাংলাদেশে।’

বার বার একই কথা বলতে থাকেন তিনি। তবে অন্যান্য আসামিরা এসময় মাথা নীচু করে চুপচাপ ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *