ঢাকা: লাল স্বাধীনতার সুফল। এইধরনের অপরাধ থেকে সাধারণ নাগরিকদের বাঁচার উপায় কী?
এবার র্যাব পরিচয়ে ‘নগদ’ এজেন্টের কাছ থেকে কোটি টাকা ছিনতাই করা হলো!
ঢাকার উত্তরায় মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধির কাছ থেকে ১ কোটি ৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
ভয়াবহ একটি ঘটনা ঘটে গেলো। ঘটনা সম্পর্কে জানা যাচ্ছে, প্রতিদিনের কালেকশন জমা দেওয়ার জন্য তিনি মোটরসাইকেলে ব্যাংকে যাচ্ছিলেন।
পথিমধ্যে অঘটন ঘটানোর হয় তার সাথে। হয়তো তাকে আগে থেকেই টার্গেট করে রাখা হয়েছিলো।
অস্ত্রের মুখে জিম্মি করে তাকে গাড়িতে তুলে নিয়ে টাকা ছিনিয়ে নেওয়া হয়।
শনিবার,১৪ জুন সকালে ঘটনাটি ঘটে।
যখন ঐ ব্যক্তি মোটরসাইকেলে যাচ্ছিলেন, একটি কালো মাইক্রোবাস মোটরসাইকেলটির গতিরোধ করে দাঁড়ায়।
সাথে সাথে মাইক্রোবাস থেকে র্যাবের পোশাক পড়া কয়েকজন বেরিয়ে এজেন্টকে ধরার চেষ্টা করে।
ঐ ব্যক্তি সে সময় দৌড়ানোর চেষ্টা করলে দেখা যায় র্যাবের পোশাক পড়া ব্যক্তিরাও পেছনে ধাওয়া করে যায়।
এরপর তাকে ধরে জোর করে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে চলে যায় তারা।
তাঁর কাধ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়া হয়। ব্যাগটি ছিনিয়ে নিয়ে তাকে উত্তরার ১৭ নম্বর সেক্টরে ফেলে রেখে চলে যায়।
পুলিশ এখনো অবধি কাউকে ধরতে পারেনি।
ধর পাকড়, ছিনতাই, হুমকি, ধর্ষণে ভরে গিয়েছে দ্বিতীয় স্বাধীনতার বাংলাদেশ। ৫ আগস্টের পর থেকে সাজানো গোছানো দেশটা নরকে পর্যবসিত হয়েছে।
এই দেশে জানমালের নিরাপত্তা নেই। লোকজনের ক্ষতি হয়ে গেলে সুরক্ষা দেয়ার জন্য প্রশাসন, সরকার সব নীরব ভূমিকায়।