ঢাকা: এতদিন বা এখন খুন হচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে হিন্দুরা খুনের শিকার হচ্ছে। আর এবার হঠাৎ করে জামায়াত নেতা খুন। ম্যাটিকুলাস ডিজাইনে খুন বলেই ধারণা! কারণ নির্বাচন চায় না জামায়াত।

তাই নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করার অপচেষ্টায় নেমেছে জামাত। জামাত শিবির দেশটাকে উলোট পালট করে ফেলছে।

ঢাকা মহানগর উত্তরের শের-ই বাংলানগর দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি হোমিও ডাক্তার আনোয়ারুল্লাহকে হত্যা করা হয়েছে।

এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। অথচ একজন হিন্দু হত্যারও প্রতিবাদ করতে দেখা যায়নি এদের।

আজ বুধবার দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, গত সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে ঢাকা মহানগর উত্তরের শের-ই-বাংলা নগর দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর পশ্চিম রাজাবাজার ওয়ার্ডের সহ-সভাপতি হোমিও ডাক্তার আনোয়ারুল্লাহকে নির্মমভাবে হত্যার ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন, এই বর্বর হত্যাকাণ্ড কোনোভাবেই একটি সাধারণ চুরি বা বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং এটি একটি পরিকল্পিত ও ঠান্ডা মাথার হত্যাকাণ্ড।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় প্রমাণিত হয় জনগণের নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। এর দায় আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা কিছুতেই এড়াতে পারেন না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *