ঢাকা: জনগণের আর অসুবিধা হবে না এখন থেকে। মেট্রোরেল চালু করেছিলেন শেখ হাসিনা।

মেট্রো পরিষেবার উদ্বোধন করতে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশের উন্নয়নের মুকুটে আরও একটি পালক যুক্ত হল মেট্রোরেলের মাধ্যমে।

তিনি বলেন, ‘‘আজকে আমরা বাংলাদেশের অহঙ্কারের আরও একটি পালক সংযোজন করতে পারলাম।’’

আর এখন অন্য বিষয়। মেট্রোরেলের স্থায়ী কার্ড রিচার্জ করতে আর স্টেশনে যেতে হবে না। ঘরে বসেই কার্ডে টাকা ভরা যাবে (রিচার্জ)।

রিচার্জ করা যাবে ব্যাংকের ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ সব ধরনের অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে।

জনগণের জন্যে এই পরিসেবা চালু হতে যাচ্ছে ২৫ নভেম্বর।

প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ সহকারী (সড়ক, সেতু ও রেল মন্ত্রণালয়) শেখ মইনউদ্দিন এই সেবার উদ্বোধন করবেন।

জানা গিয়েছে, প্রথম প্রথম ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ওয়েবসাইটে থাকা লিংকে গিয়ে কার্ড রিচার্জ করা যাবে। আগামী মাসে একটি অ্যাপ চালু করা হবে। তখন থেকে অ্যাপের মাধ্যমেই টাকা রিচার্জ করা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *