চট্টগ্রাম: চোরাগোপ্তা হামলা, গুলি, হত্যা, বিস্ফোরণ, মব সন্ত্রাস, অবৈধ অস্ত্রের ব্যবহার—একের পর এক ঘটনা ঘটেই চলেছে।
নির্বাচনের আগে এইসব ঘটনা বুঝিয়ে দিচ্ছে নির্বাচন হবে না, নির্বাচনের পরিবেশ নেই।
নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি করছে। নতুন বছরের প্রথম সপ্তাহেই গুলি করে অন্তত চারটি হত্যার ঘটনা ঘটেছে। এর আগে নির্বাচনী জনসংযোগে হামলা, গুলি হয়েছে।
সব মিলিয়ে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
এবার চট্টগ্রামের হাটহাজারীতে মাহবুব আলম (৩৬) নামের এক মাইক্রোবাসচালককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
রবিবার (১১ জানুয়ারি) ভোর ৪টার দিকে পৌরসভার কলাবাগান এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত মাহবুব আলম হাটহাজারী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আজিমপাড়া এলাকার বাসিন্দা। তিনি পেশায় মাইক্রোবাসচালক ছিলেন।
এছাড়াও তিনি কলাবাগান এলাকার আলাউল হল নামের একটি ভবনের দেখাশোনার দায়িত্বে ছিলেন।
জানা যাচ্ছে, ভোরের দিকে তিন/ চারজন দুর্বৃত্ত কলাবাগান এলাকায় এসে মাহবুব আলমের সঙ্গে তর্ক বিতর্ক করতে থাকে।
একসময় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রাই তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।
