ঢাকা: গোটা ঘটনাটাই ধোঁয়াশায় মোড়া! সবার ষড়যন্ত্রের মাঝে চাপা গেলো বাচ্চাগুলোর প্রাণ।কার কী ক্ষতি হয়েছে? গেছে শুধু মা বাবার!
এবার ঢাকায় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় সহযোগিতার ‘হাত বাড়িয়ে’ দেওয়া সবাইকে ‘আন্তরিক কৃতজ্ঞতা’ জানিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার এক লিখিত বক্তব্যে প্রতিষ্ঠানটি বলেছে, “দুর্ঘটনার প্রথম থেকে এ পর্যন্ত উদ্ধার, যোগাযোগ, সেবা, চিকিৎসাসহ প্রতিটি ক্ষেত্রে যারা মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন, সেসব ব্যক্তি, সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
“আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সব গণমাধ্যম ও সাংবাদিকদের প্রতি, যারা মর্মান্তিক এ ঘটনাকে মানবিক দৃষ্টিকোণ থেকে সবার দৃষ্টিগোচর করেছেন।”
মাইলস্টোন কর্তৃপক্ষ বলেন, “২২ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এর ধারাবাহিকতায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ শুধু এ প্রতিষ্ঠানে নিহত, আহত ও নিখোঁজের তথ্য তুলে ধরছে।