মাগুরা: গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে দেশকে আরো উত্তেজনাময় করে তোলার চেষ্টা করছে জঙ্গীরা।
উদোর পিন্ডি বুধোর ঘাড়ে দেয়ার চেষ্টা। সুযোগে আওয়ামী লীগের ওপর দোষটা চাপানোর অপচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
এবার মাগুরার মহম্মদপুর উপজেলার আমিনুর রহমান ডিগ্রি কলেজের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংক শাখায় দুর্বৃত্তরা আগুন দিয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মহম্মদপুর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার বিল্লাল মৃধা জানিয়েছেন, দুষ্কৃতিকারীরা ব্যাংক ভবনে আগুন দেয়। এতে অফিসের প্রয়োজনীয় কাগজপত্র এবং কিছু আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে।
পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গ্রামীণ ব্যাংকের মহম্মদপুর শাখা ব্যবস্থাপক সোহানা সুলতানা বলেন, রাত সাড়ে তিনটার দিকে অজ্ঞাত ব্যক্তি জানালা দিয়ে পেট্রল ঢেলে আগুন লাগায়। আগুনে অফিসের বেশ কিছু কাগজপত্র ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
