মানিকগঞ্জ: আবারো জুলাই ঝুলাই হলো বলে। জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেয়া হলো।
মানিকগঞ্জ জেলা শহরের মানরা সেতুর দক্ষিণ পাশে পশ্চিম সেওতা এলাকায় স্থাপিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ সোমবার (১ ডিসেম্বর) ভোরে পেট্রোল ঢেলে ওই স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে জানায় পুলিশ।
সদর থানা-পুলিশ সূত্র বলছে, রবিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি কালো রংয়ের প্রাইভেটকারে করে তিনজন ব্যক্তি শহীদ স্মৃতিস্তম্ভের কাছে নেমে টায়ার জড়ো করে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন।
জানা গেলো, স্থানীয় লোকজনের সাহায্যে পুলিশ আগুন নেভায়।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
