বাগেরহাট: আবারো হিন্দু হত্যা বাংলাদেশে? অপমৃত্যুর মামলা হলেও হত্যা ছাড়া আর কিছুই না ঘটনাগুলো।

বাগেরহাটের চিতলমারী উপজেলার চরকুড়ালতলা গ্রামের একটি মাছের ঘেরে পানির মধ্যে অর্পিতা সাহা (২০) নামে এক হিন্দু নারীর লাশ পাওয়া গেছে।

মঙ্গলবার (২২ জুলাই) পুলিশ লাশটি উদ্ধার করেছে।

অর্পিতা সাহা চিতলমারী সদর বাজারের শাড়ী-কাপড় ব্যবসায়ী আনন্দ সাহার মেয়ে।

অর্পিতা সাহার বাবা আনন্দ সাহা জানান, একদিন আগে সোমবার সকাল থেকে অর্পিতা নিখোঁজ ছিল।

মঙ্গলবার সকালে চরকুড়ালতলা গ্রামের মৃত কৈলাশ বালার ছেলে পরিতোষ বালার মাছের ঘেরের পানিতে ভাসতে দেখা যায়।

চিতলমারী থানার ওসি এসএম শাহাদাৎ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

এই ঘটনাটি কোনো‌ সাধারণ ঘটনা নয়, এর আগে এক হিন্দু অটোরিকশাচালকের লাশ উদ্ধার হয়েছে ১১ দিন পর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *