ঢাকা: প্রতিদিন সড়ক দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছে মানুষ।
দেশে সড়কপথে এক বছরে অর্থাৎ গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ৬ হাজার ৪২০ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ৪৮ শতাংশই নারী-শিশু এবং পথচারী।
রোড সেফটি ফাউন্ডেশনের গত ১২ মাসের তথ্য বিশ্লেষণ করে এইসব তথ্য পাওয়া গেছে।
উক্ত সংস্থার পরিসংখ্যান বলছে, সড়কে সবচেয়ে বেশি মারা গিয়েছেন মোটরসাইকেল দুর্ঘটনায়। ১২ মাসে সড়ক দুর্ঘটনায় আহত মানুষের সংখ্যা ১২ হাজার ৫২৮। ১২ মাসে মোট সড়ক দুর্ঘটনার সংখ্যা হচ্ছে ৬ হাজার ৪৩৭।
দেশের সড়কে নিরাপত্তাকাঠামো একদম নড়বড়ে। পথচারীদের সুরক্ষা দিতে একেবারেই ব্যর্থ। সড়ক দুর্ঘটনা এখন ভয়াবহ জাতীয় সংকটে রূপ নিয়েছে।
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, অতিরিক্ত গতি, মহাসড়কে স্বল্পগতির যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচল, ত্রুটিপূর্ণ সড়কনকশা এবং ট্রাফিক আইনের দুর্বল প্রয়োগ—এসব হচ্ছে দুর্ঘটনার অন্যতম কারণ।
