ঢাকা: বাংলাদেশে এখন মব ছাড়া কোনো কথা হয় না। মব ভায়োলেন্স তড়তড়িয়ে বাড়ছে, আর প্রধান উপদেষ্টা ইউনূস তাতে মদত দিচ্ছেন।
এখন এটা ইউনূসের মবতন্ত্র আর ইউনূসের বাংলাদেশ।
একের পর এক মব তৈরি করা হয়েছে। আক্রমণ হচ্ছে প্রতিদিন।
ইউনূসের প্রশাসন চেয়ে চেয়ে দেখেছে: চলন্ত বাসে নারীরা ধর্ষিতা হচ্ছে। আবার এসবের বিরুদ্ধে বললে বলা হয় লীগের আমলেও এসব হয়েছে।
প্রতিবাদ করলে আওয়ামী লীগের দোসর বলে জেলে ঢুকিয়ে দেয়া হয়।
এই ইউনূসের বাংলাদেশে আসলে আইনের কোনো শাসনই নেই। ইউনূস চায়নি, ইউনূস চায় না বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হোক।
কুমিল্লার মুরাদনগর আবারো হেডলাইনে।
মুরাদনগর উপজেলায় দুই সন্তান এবং মাকে পিটিয়ে খুন করা হয়েছে।
তাঁদের বিরুদ্ধে আনা হয়েছে ‘মাদক সংশ্লিষ্টতার’ অভিযোগ। তাই এইভাবে মব ভায়োলেন্স করে হত্যা করা হলো তিনজনকে। এটা ইউনূসের বাংলাদেশের স্বরূপ।
বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার বাংগরা বাজার থানার কড়ইবাড়ী গ্রামে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাংগরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান।
নিহতরা হচ্ছেন- ওই গ্রামের জুয়েল মিয়ার স্ত্রী রোকসানা আক্তার রুবি (৫৫), তার ছেলে রাসেল মিয়া (২৮) এবং মেয়ে জোনাকি আক্তার (২২)।
পিটিয়ে মেরে ফেলা হলো! শুনলে বিশ্বাস করতে কষ্ট হবে, কিন্তু এভাবেই মারা হচ্ছে যাকে ইচ্ছা তাকে।
এছাড়া পিটুনিতে একজন আহত হয়েছেন।
যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, পিটিয়ে খুন করছে, রক্ত নেয়ার জন্য ফেসবুকে পোস্ট দিচ্ছে, তারা বেমালুম বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ জনগণ মরে যাচ্ছে!
বাংলাদেশে রাষ্ট্রের দাঁড়া মব পরিচালিত হচ্ছে। এটা গোটা জাতির জন্য লজ্জার।
মবতন্ত্র কায়েম করার জন্যেই জুলাই ষড়যন্ত্র হয়েছে। ইন্টেরিম কি এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের সম্মুখীন করতে পারবে?