ঢাকা: ঘটনাগুলো কী চোখের অশ্রু ধরে রাখতে দিচ্ছে? আহারে! একের পর এক মৃত্যু! একের পর এক মায়ার মৃত্যু! আর কত সইবে বাংলাদেশ?

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন পঞ্চম শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থীর মা রজনী। তাঁর বয়স ৩৭ বছর।

নিহতের ভাই বলেন, প্রতিদিনের মতো স্কুল থেকে ঝুমঝুমকে আনতে গেলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে তাঁর বোনের মৃত্যু হয়। নিজেই প্রাণ দিলেন এই মা!

মায়েরা তো এমনি হয় সন্তানদের বাঁচাতে নিজের জীবনকে বাজি রাখেন! মেয়েটি জখম হলেও এখন ভালো আছে।

মায়ের নাম উম্মে হাবিবা রজনী। তিনি বিএনপি পরিবারের মেয়ে। মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির নেতা আবদুল হামিদের মেয়ে এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাজিপুর গ্রামের ব্যবসায়ী জোহরুল ইসলামের স্ত্রী।

ঢাকায় কর্মরত স্বামীর সঙ্গে উত্তরার একটি বাসায় বসবাস করতেন রজনী। তাদের একমাত্র মেয়ে ঝুমঝুম খাতুন (১২) মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

মঙ্গলবার ভোর ৪টার দিকে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এমন বুক ভেধ করা দৃশ্য সহ্য করার মতো না।

কান্নায় ভেঙে পড়েন নিহতের মা, ভাইবোন, প্রতিবেশীরা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *