ঢাকা: কর্তাব্যক্তিদের অবহেলায় ক্ষুব্ধ হয়ে উঠছেন শিক্ষকরা। শিক্ষকদের সামান্য ন্যায্য পাওনাটুকু দেখার কেউ নেই এই সরকারে।
শনিবার, ১৮ অক্টোবর, দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা তাদের দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ‘কালো পতাকা মিছিল’ আয়োজন করেন।
এই কর্মসূচি মূলত তাদের বেতন কাঠামোর সঙ্গে বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতার পরিমাণে যথাযথ বৃদ্ধির দাবি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জাতীয়করণের দাবি নিয়ে অনুষ্ঠিত হয়।
দুপুর ১২.১৫ র দিকে জাতীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি শহরের কেন্দ্রে ফিরে হাইকোর্টের সামনে কদম ফোয়ারার কাছে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে রূপ নেয়।
শিক্ষক-কর্মচারীরা কালো পতাকা প্রদর্শন করে সরকারের কাছে তাদের দাবি পূরণের জোরালো আহ্বান জানান।
শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে স্লোগান দেন তাঁরা। স্লোগান উঠতে থাকে। বিশেষ করে ‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগান শোনা যায়।
সমাবেশে শিক্ষকরা বলেন, দেশের মন্ত্রী, আমলাদের বাড়িভাড়া শুধু নয় পুরো বাড়িই লাগে। কিন্তু আমরা ন্যায্য বাড়িভাড়া পাচ্ছি না।
গত এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকার রাস্তায় শুয়ে, বসে ও ঘুমিয়ে দাবির কথা জানাচ্ছি; কিন্তু শোনার কেউ নেই।
তাঁরা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আমাদের দাবি মেনে নিতে হবে। আমাদের অল্প এই দাবি মেনে নিতে না পারলে শিক্ষামন্ত্রীর আর থাকার প্রয়োজন নেই।
এইদিন শিক্ষকদের হাতে দেখা যায় কালো পতাকা ও মাথায় ২০ শতাংশ বাড়িভাড়া দাবির ব্যান্ড ছিলো।
এছাড়া সেদিনের মতোই ‘তুমি কে আমি কে, শিক্ষক শিক্ষক’, ‘নেবো না, নেবো না, ৫০০ টাকা নেবো না’, ‘যাবো না, যাবো না, বাড়ি ফিরে যাবো না’, ‘শিক্ষকদের এক দাবি, ২০ পার্সেন্ট ২০ পার্সেন্ট’, ‘আমাদের ন্যায্য দাবি, মানতে হবে মানতে হবে’, ‘সি আর আবরার, আর নেই দরকার’ স্লোগান দেন তাঁরা ।
