ঢাকা: শিক্ষকরা তাঁদের আন্দোলন চালিয়ে যাবেন বলেছেন। ২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধিসহ তিন দাবিতে নবম দিনের মতো আন্দোলন চালিয়ে যাচ্ছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা।

বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির সরকারি প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন আন্দোলনকারীরা।

রোদ ঝড়ে তাঁরা একভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।

আজ, নবম দিনের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক- কর্মচারীরা।

আজ সোমবার (২০ অক্টোবর) আমরণ অনশনের পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের ডাক দিয়েছেন শিক্ষকরা।

শহীদ মিনার এলাকায় শিক্ষকদের ভিড় বাড়ছে। দেশের বিভিন্ন জেলা থেকে কর্মসূচিতে যোগ দেয়ার জন্য শিক্ষকরা আসছেন।

আজ সোমবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে শিক্ষক সমাবেশে দলে দলে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে রেখেছেন অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।

পোস্টে তিনি বলেন, ‘সকাল ১০ টায় আজকের শিক্ষক সমাবেশে শহীদ মিনারে দলে দলে যোগ দিন।’

উল্লেখযোগ্য যে, তিন দফা দাবিতে গত ১২ অক্টোবর থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আন্দোলন করছেন শিক্ষক-কর্মচারীরা।

তাদের দাবিগুলো হলো: মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *