ঢাকা: শিক্ষকদের ন্যায্য দাবী পূরণ করতে টাকার অভাব দেখায় যে কোন সরকার। কিন্তু দেশের টাকা বিদেশে পাচার করতে টাকার অভাব হয় না!
এই বাংলাদেশে আসলে না আছে শিক্ষকের সম্মান, না আছে শিক্ষার্থীদের কোনো পড়াশোনার ঠিক! দেশটা ধীরে ধীরে অতলে তলিয়ে যাচ্ছে।
আগামিকাল রবিবার থেকে অবস্থান কর্মসূচি পালন করবেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
রবিবার থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।
শিক্ষকদের দাবিগুলো হলো—বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের ২০ শতাংশ নির্ধারণ ও মেডিক্যাল ভাতা ১৫০০ টাকা করা।
শিক্ষকরা সারা দেশ থেকে ইতিমধ্যে ঢাকায় আসা শুরু করেছেন।
