ঢাকা: তারা যে আসলেই জনগণের উপরে থাকে সেটা জনগণকে বোঝাতে হবে না? জামায়াত যে কোন লেভেলের চতুর, তা আর বোঝাতে হবে না দেশবাসীকে।
এরা আবার বক্তা, থাকে সব সময় তক্তার উপর!
এরাই আবার মাইক কাঁপিয়ে আমাদের মূল্যবোধ শিক্ষা দেয়, অথচ তাঁর পায়ের কাছেই তাঁর চেয়ে বয়স্ক লোক বসে আছেন! আমির হামজার খবর নেই।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার কাণ্ড দেখে সমালোচনার ঝড় উঠেছে।
মঙ্গলবার তাঁর নতুন একটি বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ওই ভিডিওতে দেখা যায়, একটি নির্বাচনী সভায় টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন জামায়াতের এ প্রার্থী। আর তার পায়ের কাছে চেয়ারে বসে আছে কিছু মানুষ।
এদিকে শ্রোতাদের চেয়ারে বসিয়ে মুফতি আমির হামজার টেবিলে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন দেশবাসী। তাঁরা বলছেন, আমির হামজা শিষ্টাচার রক্ষা করেননি তিনি।
আরও একটা ব্যাপার হলো, এটা হয়তো সেই টেবিল যেটা একজন শিক্ষক তাঁর শ্রেণিকক্ষে ব্যবহার করেন, এর উপর বই রাখেন! এটার মর্যাদাও কি আমির হামজা জানেন না?
