বাংলাদেশের জন্য গত ১০ মাসে ইউনূস অর্জন করেছেন তিনটি শূন্য।

ড. ইউনুসের Three Zeros এর প্রথমটা হলো Zero Poverty অথচ মহাজনের নেতৃত্বে গত ১০ মাসে দেশে ৬% দারিদ্র্যতা বৃদ্ধি পেয়েছে আগে ছিলো ১৮ শতাংশ আর এখন ২৩.১১ শতাংশ!!

গ্রামে দরিদ্র মানুষের হার ছিল ২০ দশমিক ৫ শতাংশ এখন ২৪ দশমিক ৭ শতাংশ। শহরে দরিদ্র মানুষের হার ছিল ১৪ দশমিক ৭ শতাংশ এখন ২০ দশমিক ৪৩ শতাংশ।

(তথ্য সূত্রঃ সমকাল ২৫শে মার্চ ২৫)

‘দেশের ২০ দশমিক ৩ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে!’
(তথ্য সূত্রঃ সমকাল ৩০শে জানুয়ারি ২৫)

২য় টা হলো Zero Unemployment অথচ মহাজনের নেতৃত্বে দেশে লাখ লাখ বেকার বৃদ্ধি পেয়েছে!

গত ১০ মাসে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে!

ব্যাংক, বীমা, শিল্প কল কারখানা, পোশাক শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে লাখো মানুষ চাকরি হারিয়ে বেকারত্ব নিয়ে পরিবারের বোঝা/পরিবার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন!

গত ১০ মাসে বেকার বেড়েছে দেড় লাখ! (তথ্য সূত্রঃ প্রথম আলো ১৯শে মে ২৫)

‘২৭ লাখ মানুষ আরও দরিদ্র হয়েছে, কী বৈষম্যবিরোধী শেখাচ্ছেন আমাকে অন্তর্বর্তী সরকার! দেবপ্রিয় ভট্টাচার্যের ক্ষোভ! (তথ্য সূত্রঃ আজকের পত্রিকা ২৮শে মে ২৫)

দেশে তিন মাসে বেকার বেড়েছে ৬০ হাজার গত ১০ মাসে বেড়েছে ১ লাখ ৬০ হাজার (তথ্য সূত্রঃ দৈনিক ইত্তেফাক ১৯মে ২৫)

৩য় টা হলো Zero Net Carbon Emissions পরিবেশের ভারসাম্য রক্ষায় মানুষ সৃষ্ট কার্বন ডাই অক্সাইড (CO2) নিঃসরণ এবং সেই CO2 অপসারণের মধ্যে একটি ভারসাম্য তৈরি করা যাতে অতিরিক্ত C02 নিঃসরণের ফলে পরিবেশের ক্ষতি না হয়।

আমাদের দেশে পরিবেশ রক্ষায় গত ১০ মাসে এখন পর্যন্ত কার্যকর কোন পদক্ষেপ চোখে পড়ে নাই!

একজন পরিবেশ উপদেষ্টা আছেন যিনি ইতিমধ্যেই পলিথিন উপদেষ্টা নামে অধিক পরিচিতি পেয়েছেন!

নিজের কাজ ব্যতিত অন্যান্য কাজ ও টপিকে কথা বলতে পছন্দ করেন আর সরকারি সুযোগ সুবিধায় নিজেকে নিয়েই সবসময় ব্যস্ত সময় পার করছেন!…

অথচ জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ঝুঁকিতে আছে বাংলাদেশ, ঢাকার বায়ু বিশ্বের সবচেয়ে দুষিত বায়ুর মধ্যে অন্যতম, যার কারণে ঢাকা দিন দিন বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে!

শুধুমাত্র ঢাকা শহরে বছরে ১ কোটি ৩৩ লাখ টন কার্বন বাতাসে মিশছে! (তথ্য সুত্রঃ দৈনিক যুগান্তর ১৩মে ২৪)
এগুলো বন্ধে নেই কোন কার্যকর প্লান পরিকল্পনা ও পদক্ষেপ!…

অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করে সরকারের প্রধান হয়েও যিনি নিজের দেশেই Three Zeros বাস্তবায়ন করতে পারেন না বরং প্রত্যেকটি আরো দিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে!

তিনি আবার আন্তর্জাতিক ভাবে Three Zeros নিয়ে কথা বলেন! লজ্জাও যেখানে লজ্জিত হয়!

– এস এম জাকির হোসেন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *