ঢাকা: চার দিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইউনূস।

রাত ১২টা ১৫ মিনিটে মুহাম্মদ ইউনূসের ফ্লাইট বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মুহাম্মদ ইউনূসের এই সফরে জাপান ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক এবং মানবসম্পদ উন্নয়নে কিছু চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

চারদিনের ঢাকা সফর ছিলো তাঁর। মঙ্গলবার (২৭ মে) চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

গত বুধবার জাপানের টোকিয়োয় একটি অনুষ্ঠানে ইউনূস জানান, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ডিসেম্বর থেকে আগামী বছরের জুন মাসের মধ্যে হতে পারে।

এদিকে, বুধবার এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়ে ঢাকায় সমাবেশ করে বিএনপি।

ওই সমাবেশে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তথা বিএনপির অন্যতম শীর্ষনেতা তারেক রহমান।

তিনি বলেন, “অন্তর্বর্তিকালীন সরকারের প্রতি আহ্বান, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করতে হবে। আবারও আমরা বলতে চাই, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *