ফেনী: ফেনীর বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে। ফেনীতে ভারী বর্ষণ এবং ভারত থেকে নেমে আসা উজানের ঢলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

বর্ষণ এবং পাহাড়ি ঢলে ফেনীর মুহুরী ও সিলোনিয়া নদীর দুটি স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। এতে ফুলগাজী উপজেলার অন্তত ৯টি গ্রাম প্লাবিত হয়েছে। যা স্থানীয় মানুষের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে।

গত চব্বিশ ঘণ্টায় ফেনীতে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। নদীর জল দ্রুত গতিতে বাড়ছে।

জনগণ আতঙ্কে রয়েছে ২০২৪ এর স্মরণীয় বন্যার কথা মনে করে।

ফেনীর ফুলগাজীতে মুহুরি নদীর বাঁধ ভেঙে হুহু করে জল ঢুকে পড়ছে লোকালয়ে।

ভেসে যাচ্ছে উত্তর বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া, বসন্তপুর, জগতপুরসহ আশপাশের এলাকা।

বাঁধ ভেঙে যাওয়ার পর থেকেই উক্ত এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই পরিবার-পরিজন নিয়ে নিরাপদ স্থানে সরে যেতে শুরু করেছেন।

তবে প্লাবন পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। জল নিষ্কাশনের ব্যবস্থা না নিলে বন্যার আশঙ্কা প্রবল!

বর্ষা মৌসুম শুরু হতেই মুহুরি নদীতে পানির প্রবাহ বেড়ে যায়। প্রতিবছরই কোনো না কোনো অংশে ভাঙন দেখা দেয়। লোকজনের ভোগান্তি হয়।

২০২৪ সালের ভয়াবহ বন্যার পর সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ভাঙ্গনগুলো মেরামত হয়নি। এইগুলো সব গাফিলতি।

এর ফলে গত কয়েক দিনের টানা বৃষ্টিতে লোকালয়ে পানি ঢুকছে।

সিলোনিয়া নদী আগে যে পরিমাণ পানি ধারণ করতে পারতো এখন তেমনটা পারছেনা।

নদী শাসন প্রক্রিয়া সুসংহত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চরমভাবে ব্যার্থ। রাঘববোয়ালদের স্বার্থের জন্যে নদী তার স্বাভাবিক গতি, গভীরতা দুটোই হারিয়েছে।

বাঁধ গুলিতে একদম নিম্নমানের কাজ হয়েছে সম্পূর্ণ গাফিলতিতে।

জনগণ বলছে, গতবছর ইতিহাসের ফেনীর মানুষের এত বড় ভোগান্তির পর সবচেয়ে বড় বাজেট দিয়েও কাজের যদি এই অবস্থা হয় তাহলে বাঁচবে কীভাবে মানুষ?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *