চট্টগ্রাম: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুহাম্মদ ইউনূস একজন ষড়যন্ত্রকারী। ষড়যন্ত্র করে প্রধান উপদেষ্টার পদে বসেছেন।

আর সেই জুলাই আগস্ট থেকে বাংলাদেশে যত অপরাধ হয়ে আসছে সূক্ষ্মভাবে।

জুলাই কোনো আন্দোলন নয়, এটি ছিলো নীলনকশা। জঙ্গী বাহিনীর নীলনকশা।

অপরাধ চক্রের ডাকে যুক্ত হয়েছিলেন জুলাইয়ে সরকারবিরোধী আন্দোলনে। এরপর থানা থেকে লুট করা অস্ত্রে নগরীর বিভিন্ন স্থানে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজ চালিয়ে গেছেন।

শেখ হাসিনা নেই, অপরাধীরাও মুক্ত। ঘটনায় এতদিন পর ঐ অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকা থেকে বৃহস্পতিবার রাতে মো. মিনহাজ উদ্দিন ওরফে নুরুন্নবী ওরফে সাগরকে (২৩) গ্রেপ্তার করে পুলিশ।

পরে অভিযানে নেমে ছয় রাউন্ড গুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে।

ওসি আজাদ বলেন, সিডিএ মার্কেট এলাকায় চেক পোস্টে পুলিশ দেখে পালানোর চেষ্টা করে সাগর।

সরকারবিরোধী আন্দোলনের সুযোগে আর পাঁচজনের মতো সেও দেদার সুযোগ নিয়েছিলো।

উদ্ধার করা অস্ত্রটি নিবন্ধনকৃত জানিয়ে ওসি বাবুল আজাদ বলেন, এটি পাবলিকের অস্ত্র, থানায় জমা ছিল আন্দোলনের আগে।

৫ই আগস্টে থানা লুটের সময় সেটি লুট হয়। এবং লুট করা অস্ত্র দিয়ে আরামে ছিনতাই, ডাকাতি করে আসছিলো।

গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে পাহাড়তলী, আকবরশাহ, ডবলমুরিংসহ বিভিন্ন থানায় আরো এক ডজন মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *