ঢাকা: বাংলাদেশের অন্যতম প্রতিভাবান তরুণ অভিনেতা ইয়াশ রোহান। সিনেমা হোক বা নাটক—সবখানেই তিনি সমান দক্ষতায় মুগ্ধ করেছেন দর্শককে।

বয়স কম, কিন্তু অভিনয়টা ভালো রপ্ত করে ফেলেছেন তিনি। অভিনয় তাঁর রক্তে।

তবে যে যতই প্রতিভাবান হোক, যতই মন‌জয় করুক তিনি যদি হিন্দু হন তাহলে এই বাংলাদেশে তাঁর ঠাঁই নেই। এর আগে অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়েও এমন ঘটনা ঘটেছিলো।

হিন্দু হলেই প্রিয় মুখ একাংশ মানুষের কাছে অপ্রিয় হয়ে যায়। যারা মৌলবাদী, ধর্মান্ধ তারা কমেন্ট বক্সে নিজেদের ধর্মীয় বিষ উগড়ে দিচ্ছে। এরা কি আসলেই মানুষের পর্যায়ে পড়ে?

ইয়াশ রোহান হিন্দু। তাঁর কাছে দুর্গাপুজো বছরের সেরা উৎসব। গতকাল কপালে সিঁদুর তিলক কেটে মা দুর্গার সামনে দাঁড়িয়ে থাকা একটি ছবি পোস্ট করেছিলেন তিনি।

সেখান থেকেই শুরু হল ঝড়। যেন হিন্দু হওয়াতে তিনি মস্ত বড় পাপ করে ফেলেছেন।

ইয়াশ রোহান হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যাই হন না কেন তাতে মৌলবাদীদের সমস্যাটা কী? আর এটা এতদিনেও না জানার কী আছে? প্রতিবছর একবার করে জানবে আর কমেন্ট সেকশনে নোংরামো চালাবে এই ধর্মান্ধগুলো!

মুসলমানদের যেমন ঈদের ছবি পোস্ট করার অধিকার আছে, তাঁরও নিজের ধর্মীয় উৎসব পালন করার ছবি পোস্ট করার অধিকার আছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *