ঢাকা: চাঁদা না দেওয়ায় মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
এই সরকারের মতের সাথে না মিললে ব্যবসায়ী, শিক্ষক, কবি, সাংবাদিক কারো রেহাই নেই।
চাঁদাবাজদের রাজত্ব এখন। চাঁদা না দিলে, আওয়ামী লীগের হলে, ইউনূসের বিরুদ্ধে মুখ খুললেই গ্রেপ্তার। কোনো অভিযোগ না থাকলে দাও একটা হত্যা মামলা! ব্যস!
নাসির উদ্দিন সাথীকে এক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখযোগ্য যে, গত ১ বছর ধরে তাকে জুলাই আন্দোলনের মামলায় আসামি করা, গ্রেপ্তার করা সহ বিভিন্ন হুমকিধামকি এবং চাঁদা দাবি করছিল এনসিপির শীর্ষ পর্যায়ের নেতারা।
অনেকক্ষেত্রে তিনি চাঁদা দিয়েছেন বলে জানা গিয়েছে। তবে এবার আর রেহাই হলো না।
অবশেষে ইউনূসের জামাতি পুলিশ বেসরকারি টেলিভিশন স্টেশন মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে।
রবিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর গুলশানের বাসা থেকে গোয়েন্দা পুলিশের একটি দল তাঁকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা- দক্ষিণ) নাসিরুল ইসলাম।