ঢাকা: জুলাই জঙ্গী আন্দোলনে জড়িত থাকা এক যুবক মারা গেছেন। তাঁকে অবশ্যই জুলাই যোদ্ধা বলা হচ্ছে।

তবে তাঁর মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করা হচ্ছে। অনেকে বলছেন, যুবককে ইচ্ছাকৃতভাবে হত্যা করে জাতীয় পরিস্থিতি উত্তেজনাময় করার চেষ্টা হচ্ছে। যেমনটা করা হয়েছিলো আবু সাঈদের ক্ষেত্রে। নির্বাচন পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র সব।

রাজধানীর দক্ষিণখান থেকে এই জুলাই যোদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতের নাম আরমান আহমেদ শাফিন। তিনি জুলাই যোদ্ধা সংসদের আহ্বায়ক ছিলেন।

শনিবার দুপুরে দক্ষিণখান আদম আলী মার্কেট এলাকার বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

বলা হচ্ছে, প্রত্যক্ষদর্শীরা লাশ সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় খাটের উপর হাঁটু গেড়ে থাকা অবস্থায় দেখতে পান। তাঁর পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে বলা হচ্ছে।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেছেন, হত্যা নাকি আত্মহত্যা ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *