ঢাকা: আবার চিত্রনাট্য শুরু হলো ইশরাক হোসেন এবং সমর্থকদের।আন্দোলনের স্লোগানে উত্তপ্ত করে পুরো নগর ভবন।
বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের শপথ পড়ানোর দাবিতে ইশরাক সমর্থক ও ঢাকা দক্ষিণ সিটির কর্মচারীদের একটি অংশ গত ১৫ মে থেকে প্রায় একমাস ধরে তালাবদ্ধ করে রেখেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নগর ভবন।
বিএনপি নেতা ইশরাক হোসেন এবারে বলছেন, নগরভবনে কোনো কর্মকর্তা কাজ করতে পারবে না। নগরভবন এখন থেকে তারা চালাবে।
ক্ষমতার জন্য উন্মত্ত হয়ে গেছেন এদিখে আবার স্থানীয় নির্বাচন চান না।
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, নগর ভবন আমাদের তত্ত্বাবধানে চলবে। কোনও কর্মকর্তা অফিস করতে পারবেন না, তবে দৈনন্দিন সেবা কার্যক্রম চলবে।
এদিন, রবিবার, ১৫ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকাবাসীর চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এই সব কথা বলেন।
ইশরাক হোসেন বলেছেন, জন্ম নিবন্ধন সনদসহ দৈনন্দিন জরুরি সেবা সব চালু থাকবে।
তিনি বলেন, নগর ভবনের প্রধান ফটকের তালা খোলা হবে না, এটা আন্দোলনের একটা প্রতীক।
আন্দোলনকারীরা ‘শপথ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’, ‘মেয়র নিয়ে টালবাহানা, সহ্য করা হবে না’, ‘চলছে লড়াই চলবে, ইশরাক ভাই লড়বে’ ইত্যাদি স্লোগান দিয়ে যাচ্ছেন।
স্লোগানে উত্তপ্ত করে তোলা হয়েছে পুরো নগর ভবন।
মোদ্দা কথা, ইশরাক হোসেন স্থানীয় নির্বাচন চান না, গদি দখল করতে চান।
ইশরাক সাহেব ও তার দল স্থানীয় সরকারের নির্বাচন চান না, কিন্তু অবৈধ নির্বাচনের মেয়র হতে তাঁদের কোনো আপত্তি নেই!
জনগণের সেবা হলো কি না, তাঁরা ঠিকঠাক মতো সেবা পাচ্ছে কিনা, তা তাঁদের ভাবনার বিষয় নয়, তাঁদের দরকার শুধু একটি চেয়ার আর ক্ষমতা।
এই দ্বিচারিতা, ক্ষমতার লোভ আর জনগণের প্রতি অবহেলা,এমন নেতা কখনোই জনগণের সেবক হতে পারে না। বলছেন নেট নাগরিকরা।