ঢাকা: নব্য রাজাকার এনসিপির মুখের ভাষা অশ্লীল। একজন সাবেক রাষ্ট্রপতিকে কীভাবে শ্রদ্ধা ভাষায় কথা বলতে হয় সেই জ্ঞানটুকুও এদের নেই।

অথচ আবদুল হামিদ একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি শারীরিক অসুস্থ অবস্থাতেও পালিয়ে যাননি দেশ থেকে।

কিংস পার্টি এনসিপির ভিত্তি মিথ্যা আর ষড়যন্ত্রে গড়া।

এনসিপি নামের তথাকথিত রাজনৈতিক দলটি দেশের গণতন্ত্র, মুক্তিযুদ্ধের চেতনা, এবং জনমানুষের অধিকারকে বারবার অপমান করেছে।

তাদের মুখে ধর্মের বুলি, অথচ কার্যকলাপে দেশদ্রোহিতা।

ষড়যন্ত্র করে, বিদেশি এজেন্ডা নিয়ে যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিতে চায়, তারা আজ বাস্তবে জনগণের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে।

ভুঁইফোড়, অস্থির, বিকৃত একটি দল।

নাহিদ ইসলাম বর্বর ভাষায় অপমান করলেন আবদুল হামিদকে।

কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেলেও শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পায়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি— এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দুই দফায় রাষ্ট্রপতি থাকা আবদুল হামিদকে উদ্দেশ্য করে এভাবেই মন্তব্য করেন।

তিনি বলেন, “এই ‘ফ্যাসিস্ট’ রাষ্ট্রপতি আপনাদের বাংলাদেশেকে, আমাদের বাংলাদেশকে শেখ হাসিনার কাছে তুলে দিয়েছিল। মানুষের মানবাধিকার, মানুষের গণতন্ত্রকে, বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল।”

নতুন সংবিধানের দাবি তুলে ধরে এনসিপি নেতা বলেন, “আমরা বলেছিলাম, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সংবিধানসহ সরকারে যে পুরনো ফ্যাসিস্ট ব্যবস্থা ছিল, তার সব কিছু পাল্টে রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা হবে। কিন্তু আফসোসের বিষয়, আমরা নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি।

“জাতীয় নাগরিক পাটি নতুন দেশ না গড়া পর্যন্ত দেশের মানুষ ও গণঅভ্যুত্থানের শহীদদের কাছে ওয়াদাবদ্ধ। জাতীয় নাগরিক পাটি দেশের ৫৪ বছরের মাফিয়া তান্ত্রিক, লুটেরা ও দুর্নীতিপরায়ণ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ঘটাবে।”

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *