ঢাকা: নাসিরুদ্দিন পাটোয়ারী তথা টোকাই এনসিপি আর তাদের গুরু ইউনূস ঘরে বাইরে সব জায়গায় নিষিদ্ধ হবে ধীরে ধীরে।

এদের সন্ত্রাসী কর্মকাণ্ড এদের নিষিদ্ধ করছে। বিএনপি এইদিকে টোপ গিলেছে এবং ফাঁদে পা দিয়েছে।

নির্বাচন ভণ্ডুল করার যে ষড়যন্ত্র চলমান সেখানে বিএনপি বুঝে না বুঝে বারবার ভুল করে চলেছে। কোনো কারণে যদি নির্বাচন না হয় তাহলে বিএনপি বেশি ক্ষতিগ্রস্ত হবে।

বিএনপি এমনিতেও চৌকশ রাজনীতিতে অভ্যস্ত নয়। এরা বরাবর পরনির্ভরশীল।

এইবার বিএনপি ও জাতীয় নেতৃবৃন্দকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে চাঁদপুরের শাহরাস্তিতে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা ও পৌর ছাত্রদল।

শনিবার বিকেলে শাহরাস্তি পৌর শহরের কালিয়াপাড়া বাজার থেকে এই মিছিলটি শুরু হয়ে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ শেষে শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা গিয়ে শেষ হয়।

মিছিলে অংশ নেন বিএনপি’র স্থানীয় সমর্থক, কর্মী, জনতাগণ।

নেতাকর্মীরা এনসিপি মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এবং একইসাথে তাঁর কুশপুত্তলিকা দাহ করেন।

বক্তারা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন, সম্প্রতি নাসির উদ্দিন পাটোয়ারী বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে যাচ্ছেন।

তারা নাসিরুদ্দিন সম্পর্কে বলেন, ছাত্র আন্দোলনের মাধ্যমে নেতা বনে যাওয়া নাসির বর্তমান সময়ে রাজনৈতিক ভবিষ্যৎ গড়তে গিয়ে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছেন।

জাতীয় ইস্যুতে কথা বলতে গিয়ে তিনি বিএনপি’র নেতৃবৃন্দকে নিয়ে অশ্রাব্য মন্তব্য করে নিজেকে অপমানের কাতারে শামিল করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *