ঢাকা: বাংলাদেশ–ভারত সম্পর্কের গুরুত্বপূর্ণ এক সময়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এক দিন আগেই দিল্লিতে পৌঁছালেন।
বাংলাদেশের যা পরিস্থিতি, পাকিস্তানের সাথে যেরকম খোলাখুলি হাত মেলামিলি, আর শেখ হাসিনার বিষয়- তাতে ভারত যে ক্ষুব্ধ তা তো আর ভেঙে বলতে হয় না।
খলিলুর রহমান একদিন আগেই ভারতে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে।
কলম্বো সিকিউরিটি কনক্লেভে (সিএসসি) যোগ দিতে বুধবার দিল্লিতে যাওয়ার কথা ছিল জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের।
তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, তিনি একদিন আগেই অর্থাৎ মঙ্গলবারেই ভারতের রাজধানীতে গেছেন।
জানা গেছে, খলিলুর রহমান সন্ধ্যা সাড়ে ছয়টার পর দিল্লিতে পৌঁছেছেন। ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
আগামী বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন। সেখানে অংশ নিয়ে সেদিন বিকেলেই খলিলুর রহমানের দিল্লি ছাড়ার কথা রয়েছে।
উল্লেখযোগ্য যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টি করেছে।
তবে ভারত শক্ত অবস্থানে বরাবরই।
রাজনীতির এই উত্তপ্ত প্রেক্ষাপটে, খলিলুর রহমানের সঙ্গে ভারতের অজিত দোভালের আলোচনায় শেখ হাসিনার প্রত্যর্পণ এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণের মতো সংবেদনশীল বিষয়গুলো মূল আলোচ্যসূচি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
তবে এর মাঝখানে বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্ক নিয়ে যা সব কথাবার্তা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, তা ভালো লাগার মতো নয়।
